Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
০৭নং আংগারিয়া ইউনিয়ন পরিষদের ২০১৪-২০১৫ উন্মুক্ত বাজেট সভা
Details

আজ ০৯/০৬/২০১৪ ইং রোজঃ সোম বার অনুষ্ঠিত হলো ০৭নং আংগারিয়া ইউনিয়ন পরিষদের ২০১৪-২০১৫ অথ©বছরের উন্মু্ক্ত বাজেট সভা। আজকের এই উন্মুক্ত বাজেট সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক, স্থানীয় সরকার, শরীয়তপুর জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আসআদুজ্জামান, উপজেলা নিবা©হী কম©কর্তা, শরীয়তপুর সদর, শরীয়তপুর, জনাব রোকনউজ্জামান, ডিএফ, শরীয়তপুর, জনাব আনোয়ার কামাল, প্রধান শিক্ষক, আংগারিয়া উচ্চ বিদ্যালয়। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আংগারিয়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব আঃ রব হাওলাদার।

এছাড়া আজকের এই উন্মুক্ত বাজেট সভায় আর্ও উপস্থিত ছিলেন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, এলাকার সর্বস্তরের গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Images
Attachments